দুটি পায়ে বাঁধা আছে ফুলের শিকল,
যন্ত্রণা, আনন্দে মন সমান দুর্বল-
কেউ জানে না , লাশের নীল হওয়ার কারণ।


রাস্তার ধুলো চেটে, চিৎকার করে,
রক্তের জোয়ারে ভেসে কাতরায়, সারা রাত কত জীবন!
ক্ষমতার লড়াইতে শেষ হয়, প্রতিদিন চার পাঁচ জন।


আগে চটি গুনা হত, লাশের মাথার সংখ্যার
হিসাবের জন্য, এখন আর তা হয় না-
কেটে যাওয়া মাথার আত্মীয় হতে, কেউ যে চায় না।


সাহস তো ভুলে থাকাতে , বেঁচে থাকার মজা-
রং, রসের কারখানার অলিগলিতে।
বিচার জ্বলে দাউদাউ করে, শহর তলি ঘুমিয়েছে স্বস্তিতে।


লঙ্কার লেলিহান শিখাতে, কেন রাতের ঘুম যাবে-
অন্যের সন্তানদের মৃত্যুতে, বকলমদের কপালে ভাঁজ পড়ে; চালক, চতুরদের বিমা- আততীয়ার গুলির জন্যেও করা আছে।


অক্ষম যারা, তারা করে হায়, হায়-
সক্ষম ঘর ভিজে থাকে, উৎসাহ, উৎসবের বন্যায়;
উজ্জ্বল প্রকাশ সভ্যতার , সম্ভাবনা পদক প্রাপ্তির সহিষ্ণুতায়।


*****************************************************