সোনালি টিপ কপালে,
  অহংকার, হুংকারের, প্রাচীন সংস্কৃতি,
ধারক, বাহকের তকমা, গর্বের আড়ালে।
টিপ্পনী, অশিক্ষা, কুসংস্কার, অন্ধ বৈষম্যের টিপসহি
কালির রঙ সেজেছে, মূক,বধিরদের আঙুলের ছালে।
  
          দিচ্ছে টেক্কা চুপকথা-
   শ্মশান, কবরের, প্রাণহীন নিস্তব্ধতা!
   টুপ করে প্রতিদিন নিঃশেষ ব্যথা।
ভোরের আলোতে সাজে, টিকলো নাকের সভ্যতা!
নিশ্চুপ দ্বীপে গড়েছে টিলা- বলহীন, বোধশূন্য জড়তা।