এক পশলা বৃষ্টি মাটির সাথে মিশে,
স্বপ্ন দেখেছিল চোখ, ভরা শ্রাবণ মাসে।
বসন্তের আলোড়নে রক্তিম রাস্তা, পলাশে লাল-
শরীরের রক্ত নীল, শূন্যতা ভরা বিকাল।


নীল লেপ্টে শরীর, একমুঠো আকাশ চলে-
বৃষ্টিতে আগুনের তাপে শুকনো মন জ্বলে।
ছাদ ভেঙ্গে খসে এক দুফোঁটা আবেগ-
কাঁদছে শতাব্দী ধরে জমে থাকা মেঘ।


অসমাপ্ত জীবন মরণ, শেষের  সীমানা ভুলে,
কাটা ঘুড়ি, বর্ষার শেষে গাছে ঝুলে!
উদাসী হাওয়ায় বাউল, ইচ্ছেডানা মেলে উড়ে-
শতাব্দীর ঘুম নামে, রাতের বুক জুড়ে!


বৃষ্টি এবার থামাও, অভিসারী নির্ঝরিণী রূপ,
পেজা মেঘ শরত লিখবে,  কাহিনী স্বরূপ।
এবার থামাও, ভেজা শরীরের সুমধুর গান!
জাগাও সবুজ রঙে,  নতুন মানুষের প্রাণ !
==============================