খাম বাদামিতে ভরে, পাঠিয়েছিলাম মনের কথা-
নাম ছিল তোমার, পদবী জানা ছিল না।


গ্রাম পেরিয়ে পৌঁছে গেল চিঠি, শহরতলি;
ঘাম ঝরিয়ে খুঁজে পেল তোমার ঘরের গলি।


প্রণাম জানিয়ে লিখেছিলাম, প্রথম দুটো পংতি-
বদনাম হলো, তৃতীয়টি-যাতে লিখেছিলাম 'ভালোবাসি' !


নিলাম হল অনুভূতি, ফিরিয়ে দিলে চিঠি।
ঐ ফেরানো চিঠি, তোমার স্পর্শের প্রাপ্তি!


দেখলাম বিশ্বাস গেল ভেসে; চিঠিতে লিখেছিলে-
"দাম চাইছো কত, যে সময়গুলো সাথে কাটিয়েছিলে।"
==================