একের পর এক দুঃখ,
                    সুখ রাস্তায় ফেলে,
                   এলে যেদিন শূন্য
বুকে, শুধুমাত্র মনে-
বাস্তবায়নে নিঃস্ব তোমাকে,
দেখাচ্ছিল জারক, সন্ধ্যাবেলাতে!


শেষ হতে হতে, তুমি
                এসেছিলে সব শীর্ণ,
                 জীর্ণ অনুভূতিকে মুছে-
যেদিন ছুঁয়ে জীবন,
জিগীষু  হয়ে,সত্ত্বাকে
আবার জ্যান্ত করলে !


আমি পাগলিনী রাত্রি ভোর,
                দেখেছি তোমাকে কি
                সর্পিল গতিতে, জীবাত্মা
হয়ে দাঁড়ালে, সম্মান
ভয়, লজ্জা, যন্ত্রণাকে
ভুলে, চোখের সামনে।


ঠিক সেদিন পাহাড়ের গায়ে
               দুস্তর, আঁকাবাঁকা রাস্তা
               মেশে, অনাহত  শূন্যতাতে।
সমুদ্রতট, জলভার বহন
করে, হাসি মুখে-
মিলন সমারোহ সংযমে।


নিঃস্বতায় বৃষ্টির রাত সাজে ,
          দমকা হওয়ার নিগ্রহে,
           গ্রহরা জাগে একা,
বুকের বৃষ্টিতে পাষাণ
গলে, গোপনে কাঁদে,
রাস্তা দহনে ভেজে!


======================