শিস বাজিয়ে দিনের শুরু,
     আকাশে আঁকা, মেঘের যুগল ভুরু!
রাতের শরীর জুড়ে, বিস্মৃতির আস্তরণ পুরু;
দিনের বুকের নতুন মলাটে, আশংকা দুরুদুরু!


সবুজ ঘাসে শিশরের ছোঁয়া-
       স্বপ্ন ঘোরে, বাস্তবের কালো ধোঁয়া!
নির্লজ্জ দিন, রচতে থাকে আকাশচুম্বী চাওয়া-
অবুঝ জানে না, শ্রেষ্ঠ খেলা  আসা- যাওয়া।


রঙিন সাজে আলোর কেরামতি,
          ইচ্ছে উড়ে ঘুরে যেমন প্রজাপতি!
  বয়ে চলে নদী, চাইছে ঝর্ণার গতি-
ভুলে মন্দভাল, এড়িয়ে চলে শেষের ধ্রুব সত্যি!


অন্ধ মোহ মাতাল বাতাস,
         মেঘে ঢাকা দীর্ঘনিঃশ্বাসের আকাশ;
সব হারিয়ে, একাকীত্বের সাথে শুরু সহবাস।
তাই নিঃসম্বল দিন, চাইছে একটু জীবনের আশ্বাস।


==================================