বরাদ্দ একচিলতি খোলা ছাদের স্বর্গ,
নরক হলেও হবে না প্রত্যক্ষ,
কোন রাগ, শোক, সন্তাপের উপসর্গ।


প্রত্যয়ে থাকবো প্রেমের ঘোরে মেতে,
বিরল প্রত্যাহরণ নিত্য চাবুকের আঘাতে।
ত্যাগী, রাগী, বিধ্বস্ত সময়ের প্রত্যাঘাতে!


পদ্মের জন্ম ঘোলাটে জলের বিশ্বাসে,
ফিরবে স্মৃতি, দুঃখের দুর্লভ অবকাশে,
ভাঁটিয়ালি সঙ্গীত, ঘাত-প্রতিঘাতের সারাংশে।


শোণিত ধারার অনুসন্ধান,অন্ধকারের প্রদীপশিখা-
জ্বালানো পাঁজরে, প্রবর্তন হাতের ভাগ্যরেখা।
     একমুঠো নীলে, মেলে ধরবে পাখা!
============================