চলছিল খেলা অন্তহীন-
চাঁদের রূপোলি আলোতে সেজেছিল রাত রঙিন!
রাতের সাথে চলেছিল কানামাছি খেলা-
এক পল, দুই পল করে-
সব শেষে শুরু হয় স্বপ্ন ভাঙ্গার পালা।


সব ভালগুলো নিয়ে
সমান্তরালে চলে গেল আমাদের সময়-
দুর্নিবার শক্তিতে-
প্রেমকে এখনো রেখেছি অক্ষয়!


মুহূর্তরা নির্বিকার, নিশ্চল, উদাসীন-
দিয়ে গেছে রাত, পোড়া শরীরকে আদর মাখানো ছোঁয়াতে শান্তি সীমহীন।


একদিন বান আসবে চোখের শুকনো নদীতে,
উপচে পড়বে আবেগ-
ভারসাম্য হারিয়ে উতলা গতিতে!


একে অপরকে জড়িয়ে, লড়াই করে বাঁচার প্রয়াস করবে দুটি মন-
বাকিটা কাটছে যেমন, তেমনি কাটবে জীবন!


=======================