একটি ছোট্ট গল্প খোলা মনে লিখবো,
ভেবে কলম উঠিয়ে ভাবি।
কলম আর খাতার যা সম্পর্ক তার কথাই বলি।


কলম কেবল আঁচড় কাটে রোজ, আর নীল, লাল রক্ত ঝরিয়ে আঁকিবুকি সরল, বক্ররেখা টানে।
খুব কষ্ট হয় খাতার, তবুও সব সহ্য করে।


তারপর, পাতা ফুড়িয়ে যায় খাতার-
নোটে গাছ মুড়িয়ে যায়। খাতা চলে যায় নোংরা, আবর্জনার মধ্যে, কিছু ওঠে লাইব্রেরী বা জাদুঘরের আলমারিতে পাণ্ডুলিপি হয়ে।


বাকি বিক্রি হয়, কিছু শত ছিন্ন, জীর্ণ হয়ে নালায় যায় ভেসে। কলম নির্লিপ্ততাতে একের পর এক পাতার সাথে, খাতার শরীর খেলা করে, সোহাগে ভরে।


কলম নিরুপায় বলে- "আমি যে বিবাহিত, প্রেম যে সবকিছু আমার জন্য অবৈধ।
কালি আমার স্ত্রী, আর তাই অপ্রিয় সত্যি।"