পোড়ো বাড়িটি, সেই নদীর পাশ ঘেঁষে-
বাগান বলে- ভূতেরা রোজ নেমে আসে!
ঘুটঘুটে রাত্রি শোনে - বাড়ি একা হাসে।


ছেলেটি গানে মেয়েটির মান ভাঙ্গত,
মেয়েটি চিবুক তুলে ঠোঁটে চুমু দিত!
বাড়িটি লজ্জায় মিষ্টি প্রেমে ভিজত।


আলোছায়ায় ছিল তখন দুটি মুখ-
আগুন একদিন পুড়িয়ে দিল সুখ;
সময় টিপল প্রেমের শরীর, বুক।


জ্বলতে সময় লেগেছে, কিছু মিনিট-
ছাই নিমিষে - হাসছিল মানুষ কীট!
চিটিয়ে গ'লে পড়েছে, বিশ্বাসের পিঠ!


আছে এখনো বাড়িটিতে, চোখ চারটি-
কাঁদে ফ্রেমের ঝলসানো ছবি একটি !
অমানিশায় জাগে প্রেম- আর বাড়িটি...
==============================