ভিনদেশী এক তারা,আমার আকাশ ভর্তি মেঘ;
কি ভাবে ব'ল গো, তোমাকে দেখাই মনের আবেগ!


বুকের পাশে খেলছে, একটি সাগর ভর্তি ঢেউ-
ও তারা; জানি, নই আমি তোমার বিশেষ কেউ!


দুঃখ আজ কাঠ -ভেজে না যে চোখ, অদ্ভুত সুখ;
তবুও দিতে পারি চুমু- দেখাও যদি ওই মুখ!


রাত জাগে জানালায় একা - দাঁড়িয়ে ঘড়ির পাশে;
ওমনি দুটো মেঘ এসে ঢাকালো তোমাকে আকাশে।


বন্ধ ক'র এবার, আমাকে ঘোরে ভুলে বেঁচে থাকা!
উঁকি দিয়ে দেখো, পড়ে আছে ঘরটা আমার ফাঁকা।


ছুটে যাবো ছুঁতে, আটকাতে পারবে না কোন তালা-
তোমার ভালোবাসায়, নিতে পারি বুকে সব জ্বালা।
===================================