নদীর বুকে কিছুটা চর জমেছে,
যদিও বন্যা হয়েছিল মাঝে-
যা চুকে গেছে; আষাঢ়ে হারিয়েছে নদী জল, খরা চারদিক- বন্ধ হচ্ছে মনের কোলাহল!
ভরা শুধুই এখন, বাহ্যিক আড়ম্বর মহল।


অসীম আলোর স্পর্শের সন্ধান পেয়েছি,
শিকড়ের মতো আটকে, মাটিকে ধরেছি,
চোখের জোয়ারকে হাসিতে,আনন্দে বেঁধেছি-
নকল সোনায় মোড়ানো জঞ্জালকে খুলেছি,
শেষে তোমাকে পাশে পাব তাই পথ চলেছি!


বালি ভরিয়েছে এখন মোহনাকে;
নদী জানে পাবে না কখনও সাগরকে,
দেখে না পাহাড় তাই, ভোরের আলোকে;
স্বীকার করেছে শুষ্কতা জলশূন্যতাকে,
আকাশ হারিয়ে সব, জড়িয়েছে ধূসরতাকে!


দূরত্ব জন্মেছে চাওয়া আর পাওয়ার মধ্যে-
সেই ব্যবধানে, রোজ চোখ স্বপ্নের জাল বুনে;
রাতের খোলা ঘুমহারা চোখ বাঁচে প্রাপ্তিতে।
মন যা ভয়ে, অভ্যাসে অসূর্যম্পশ্যা করে রাখে-
ভোরে পাঠিয়ে দেয়, নতুন নিয়মের কারাগারে।
================================