যেন মনে হয়, সূর্যের মতো আছো পাশে,
যেন মনে হয়, ডাক দিয়েছো পাহাড় ঘেঁষে!
যেন মনে হয়, রঙীন পৃথিবী ধরেছো উচ্ছ্বাসে।


যেন মনে হয়, পাগল মনে কৈশোর হাসে !
যেন মনে হয়, এখনো জড়িয়ে রেখেছো চারপাশে-
যেন মনে হয়, যৌবনের বুকের স্পর্শ বাতাসে।


যেন মনে হয়, বাস্তব- নিস্তব্ধতায় নেমে আসে ;
যেন মনে হয়,পরাজিত- মুহূর্তের আঘাতের প্রয়াসে।


তবুও যে ভাবি, জানালায় হলুদ গোলাপ রেখে,
তবুও যে ভাবি, আসবে শরত- আবেগ মেখে;
তবুও যে ভাবি, চেতনা উঁকি দেবে সম্মুখে!


তবুও যে ভাবি, বাঁচবো জীবন ভালোবাসার সুখে,
তবুও যে ভাবি, পাষাণ গুঁড়ো হবে বুকে-
তবুও যে ভাবি, মৃত্যু নামবে আগুন ঢেকে!


তবুও যে ভাবি, দেখা হবে জলরঙের ঝোঁকে;
তবুও যে ভাবি, সময় গ'লবে আঙুলের ফাঁকে!


=====================================