কত দূর নেমে গেছে উর্বরা জমি,
কত দূর ভেসে গেছে মন উদাসী।
কত দূর যায় চলে, মুখ পানসি!


কত দূর গল্পের ধারায়, বয়ে যায় নদী!
কত দূর দিয়েছ বলো আগামীকে স্বীকৃতি।
আকাশকে ছোঁবো,রুদ্র ধরেছে গৌরবে কৃতি।


অঙ্কিত- নতুনত্বের ঐ ঋত্বিকতার সাঁঝ!
মনের ভেতরে হবে, শেষের গভীরে রাজ-
অভিষেক আদিত্যের রঙে রক্তিম সমাজ।


সুস্মিতার সাঁঝের আরতির হর্ষ, উল্লাস!
অকপটে ছোট্ট চাঁদের স্পর্শের নাগপাশ।
আলোর বিন্দুর, মাটির সিঁথি ছোঁয়ানো ঘাস!