কালের ছোবল নিয়েছি বুকে,
সলিল সমাধি, শয্যা সুখে।
     দুশ্ছেদ্য ভাগ্যের পাংশুল রূপ,
     মৌন রাত অন্ধকারের কূপ।


নিপুণ সময় বুনেছে চাদর,
প্রেমের স্বপ্নে নখের আঁচড়।
         প্রহসন করে হেয়ালি আশা,
         উঠোন জুড়ে বেখেয়ালি নেশা।


কালের ছোবল নিয়েছি বুকে,
সলিল সমাধি, শয্যা সুখে।
     দুশ্ছেদ্য ভাগ্যের পাংশুল রূপ,
     ঘোরের রাত সাজিয়েছে ধূপ!


বিয়োগ রাগে, প্রসব যন্ত্রণা,
বীজ সযত্নে ভুলে কান্না।
    নতুন স্বপ্ন ঘোরে জীবন,
    যাত্রা পালা রাস্তা নির্জন!


রসস্থ শরীর, সরস মন-
অবচেতনায় থাকে আনন্দ গোপন।
    রচিত হতে চলেছে গল্প,
    হারানো বেশী, পাওয়া স্বল্প।


কালের ছোবল নিয়েছি বুকে,
সলিল সমাধি, শয্যা সুখে।
     দুশ্ছেদ্য ভাগ্যের পাংশুল রূপ,
     লেপটানো রাতের শরীরে মধুপ!
===============================