এমন দিন সুন্দর ছায়ায় রঙিন,
পড়েছে উপচে মেঝেতে আলোর ঋণ।


গিয়ে দূরে সরে , সব কি ভুলিয়ে দিলে?
বুক বেঁধেছি, যদি ফিরে তাকাও ভুলে!
দেখেনি ঘন কালো আঁধারকে এমন,
তারাদের ভাবছে রাত আপনজন!


মন নিঝুম, চোখ হারিয়েছে যে ঘুম-
পায়েরারা বারান্দায় করছে বাকুম!
চলে এসো, নিয়ে আদর মাখানো হাত;
গালে নেব সোহাগ- দূর হবে আঘাত!


জানি নেই আমার নিজের কেউ আজ,
রাস্তায় বসে অপেক্ষা করাই যে কাজ!
অপেক্ষা হবে শেষ- নিশ্চিত একদিন,
দেখবো তোমাকে নিজের পাশে সেদিন....
===============================