সময়ের সঙ্গে আমি চলি,
          ভাবনাই কাজ- তাই বলি?
ব্যস্ত শহর পড়েছে নামাবলী,
              শরীরে বন্যা মন খালি।


ঘরের দেওয়াল, সুন্দর ছবি-
             মানবিকতা হারিয়ে সবাই কবি!
মেঘের আড়লে লুকায় চাবি,
            অন্তঃসারশূন্য পণ্ডিত নবী!
          
ফালি করে রোদ ঢুকে রোজ,
            খেলার ছলে বাঁচা সহজ!
অতৃপ্ত শহরের ঘরে ভোজ,
           রাস্তায় চলে ভাতের খোঁজ।
            
বাঁকা চাঁদ দেখো আকাশে,
              মুখ টিপে নিশ্চুপ হাসে!
প্রবচন শোনানোর জন্যে ফাঁসে-
          ক্লীব শ্বাস নেয় উপদেশে!