কবিতা শব্দকে নিজের করে,
           সাজে ভালোবেসে-      
সময়, ছন্দের তীব্রতায়
         পরাজিত হয়ে ঝরে-
মুছে দেয় মুহূর্তের শোক,
        যন্ত্রণা একাকীত্বে হাসে!


প্রেমকে রোজ দেখা যায়,
          কবিতার খাতার মোড়ে;
আলোর শব্দজালে,বৃষ্টি
                 অনুভূতির ঝড়ে !
নিষ্ঠুর বাস্তব ভোলায়,
         শব্দের মাদকতার ঘোরে!


পৃথিবী আপন, আবেগকে
          শব্দালঙ্কারে,ছন্দে ভরো-
মুছে দেবে কালিমা,
            নিভৃতে আপন করো!
আশ্রয় পাবে শূন্যে ,
           কবিতাকে নতুনত্বে গড়ো!