পশুগন্ধের মোড়ক লেগেছে ঘরে, বাইরে-
মাটি খুঁড়ে আমি লুকিয়ে রেখেছি তোমাকে,তোমার সাবলীল, সরল ছন্দে।


ঘৃণাকে কামড়ে কত শত বসন্ত, তোমার বুকের বামদিকটা আঁচড়ে ছিন্নবিচ্ছিন্ন করেছে।
যদি পারতাম ঐ সময়গুলোকে বদলে দিতে,
যদি পারতাম ঐ যন্ত্রণাগুলোর উপর প্রলেপ দিতে!


কথা কাটাকাটি, চিল চিৎকার তোমার চারদিকে,  জানি তুমি ক্লান্ত-
আগুনে পুড়ে যাচ্ছে চোখ, নাক, মুখ।
কিন্তু মন- মন তোমার আমার কাছে আছে,
আমি পাহাড় যে, অনেক যত্ন করে রেখেছি
নিজের সবুজে ঢেকে- ধূসর ধুলো চেটে নিয়েছি, তোমার মনকে বাঁচিয়ে রাখতে।


সারা শহর জুড়ে চাপ তাপ বাড়াচ্ছে,
চাকা বন্ধ করার চাপ আসছে-
চাকা মানুষকে রাস্তায় চেপে দিচ্ছে ;
অবরোধ, বিরোধ, অবোধ- বৈধ হয়ে ঘুরে চলেছে।


আর আমি- তোমাকে বাঁচিয়ে নিয়ে চলেছি-
নীলাঞ্জনা,বেলা বোস, বনলতা, বেণী মাধবের সন্ধান দিয়েছি;
দুপুরে ফাঁকা মাঠ, সন্ধ্যার শূন্য ঘরকে বকুল গাছের হাসিতে ভরে তুলেছি।


জানি তুমি এইসব তুলে নেবে, তোমার খাতায়- আপনি লিখতে শুরু করবে, তোমার কলম কবিতার পাতায়।
জানি তুমি আমার প্রেমের কবিতা লেখার প্রেরণা,  নিজের মনের মত সাজিয়ে রাখবে, শব্দ ছুড়ে হবে, বেঁচে থাকার তাড়নায় ভাব সাধনা।