শরীর যুদ্ধ

                    যা আকাশ দেখে,
                নিঝুম রাত, বুকে রাখে।
          চোখ ভাসানো মিষ্টি বৃষ্টির জলে-
      দিন, দুপুর, সন্ধ্যা ভরে কালো কাজলে।
      
                     ফুল তবুও
              বাগানকে ভুলিয়ে ফোটে,
             ভাতের হাড়ি চাঁদকে দেখে-
      পক্ষ কাল, সজল চোখের অপেক্ষাতে-
      মুখে ওদের খুশি, পেটে শান্তি আসে।


                      আশা সব
             পুড়িয়ে শূন্যগর্ভে, এসো !
           ভালোবাসা তো নেশার মতো-
      চাওয়া, পাওয়ার, শুষ্ক মেঘে কেঁদো-
   শেষটাকে ধুয়ে মুছে, রেখো নিজের মতো।


                   লোভকে পারলে
                  রাস্তায় দ'লে এসো!
               গলা টিপে, ধমক দিয়ো-
         প্রেমের টানে, মনের কোন ভরো;         চাইলেই একসাথে, সবাইকে নিয়ে চলতে পারো।
                    
                      ভয়টা দেখো
                  এমনিই উবে যাবে,
             একটু শ্বাস বাতাসে ভাসবে,
            সবাই যদি চলি হাত গুটিয়ে-
   মাটি কেন সবার বোঝা, অভিমানে সইবে !
            
====================================