কিছু একটা ভাবছি বলবো গল্প,
জেগেছি রাত, তাই ভেবে অল্প-
বাকিটা কাটিয়েছি, স্বপ্ন চোখে বুনে, বুনে;
রাতের মুখে, ভোরের সূর্যের কথা শুনে।


পাহাড়ের ঢাল বেয়ে, বয়ে গিয়েছে যে নদী,
পেজা মেঘের আকাশে, কাশফুল ফুটেছে রুপালি।
মনে নেই ঠিক কবে, এমন একটি মেঘলা দিনে-
ঠিকানা পেয়েছিল মেঘ, সাজিয়েছিল তৃষ্ণার্ত ধূসর মরুভূমি সবুজে।


তারপর সবটা বলা যায় না,আবেগ,অনুভূতি মুখ ফুটে।
থাক না, শত সহস্র বছরের স্পর্শের কথা; এমনি অস্ফুটে।


সমস্ত অক্ষমতা করছি স্বীকার; লিখতে কলমের নখ করছে না কাজ-
ভাষাহারা, স্বজনহারা, মরুভূমি আর মেঘের মিলনের কাহিনী, অতীত হয়েছে আজ।


বৃষ্টি ভেজা রাস্তা- রামধনুর রঙ, ভাবনার পথ,
    শেষে মরীচিকায় মিলিয়ে যায়।
কিছু যদিও আছে বাকি- ধূসর মরুভূমিতে,
   ভোরের সূর্য বৃষ্টির গল্প শোনায়।
======================