একসময়ে সব, শেষ হয়ে যায়; বিশৃঙ্খল ছাউনির শোভা, কর্মব্যস্ততা নিঃশেষ হয়ে যায় অস্থিরতা, ছন্দপতনের ভয়।
নিশ্চুপ দ্বিধাগুলো কেবল ঘুরতে থাকে চারদিকে, বাদুড়ের ডানার শব্দ কর্কশ কম শোনায়, যেমন না বলা অনুভূতির চিৎকার, স্তব্ধতাকে শাসায়।


বেচাকেনার স্মৃতি থেকে যায়, কিছু পুরোনো কাঁচ, খুচরো পাইকারির ফেলে দেওয়া দ্রব্য, গন্তব্য, ব্যবহার থেকে যায়।
প্রত্যাসন্ন ঘাত, প্রতিঘাতের জন্য কর্ষণ শুরু হয়,পরিত্যক্ত আত্মার সমাধি যাত্রায়; রক্তহীন বিবর্তনে, ভোরের হাওয়ায় গান শোনা যায়!


সাজে পানসি স্বপ্ন মিলন সুধার পিপাসায়, আপাদ-মস্তক অনুভূতিতে ঢাকা পথিক অসার হয়ে ঘোরে ছুটে চলে; কাটা ঘুড়ি, কিছু সময়ে আকাশে উড়ে ঘুরে-
পদবীর ভিড়ে,শেষে নাম থেকে যায় ছায়ায়!
===================================