মুখোশ কোনটা যা দেখা যায়,
না যেটা লুকিয়ে রাখি।
অনেক আছে মুখোশধারী,
জ্ঞানপিপাসায় ভেজা চোখের কালি।


অনেকের চেহারা ছিল আসল,
মুখোশ ভেবে, মুছে দিয়েছি।
একী এই তো আমার চরিত্র!
মুখোশ- মুখের মুখোমুখি।


যেমন আমি, আয়নায় প্রতিচ্ছবি-
যদিও দুটোকেই ভালোবাসি,
কারণ আমি আমার আমিকে,
সবচেয়ে বেশী মনে করি।