কিছু বলেছিলে সেদিন, হয়তো শুনতে পারিনি,
কিছু কথা যে রাতের মনে ছিল, অস্ফুট বুঝিনি!
কিছু যে আছে- অপেক্ষায় কাটছে নিথর জীবনী।


কতবার একই প্রশ্ন, জিজ্ঞাসা করা ছিল দামী -
ভালোবাস কী আমাকে, সেই আগের মতই তুমি?
এড়িয়ে গেলে, আগেও করেছিলে- হলাম বেনামী!


তবুও নিজেকে ভুলেই বলেছিলাম- কথাগুলি;
জোছনাকে বুকে ধরতে পারনি; অন্ধকার গলি!
এক মুঠো নীল আকাশ, ধূসর চোখে শুধু ধুলি।


শব্দ কাঁদে একাকী, ঘরকে ভেজায় চোখের দোষে-
বোবা সময় জড়ায় জীবনকে, ফাঁদের খোলসে।
নিঃসঙ্গতা বুক ভারী করে, ভেজা চোখ বালিশে!
=================================