আধা-সার স্ফীত, আধিক্লিষ্ট আদিরসের রাত;
পাহাড়ের শরীরে, সোনালী সূর্যের আলোর জলপ্রপাত।
অধোয়া অতিশয্যায়,কল্পিত নিবিড় স্পর্শের হাত-
   শুরু রূঢ় বাস্তবের সাথে, বাসনার সংঘাত।


         ঝর্ণা তোমার, নদীটি আমার-
        ছায়া তোমার, গাছটি আমার,
      আধূলি তোমার, গোধূলি আমার!
      চিত্তকর্ষণ তোমার, বর্ষণ আমার!
       আবীর তোমার, ফাল্গুন আমার!
          শিশির তোমার, শরৎ  আমার!


   যেমন করে এলে, আমূল বদলে দিলে;
একটি সাঁঝবাতি আমনের মাঠে রেখেছি জ্বেলে!
  নক্ষত্রের আলোতে যদি আসো পথ ভুলে-
আলকুশি আমি, দেখো গাছটি জানালা খুলে!
===≠==============================