ভীরু প্রেম, মহীরুহ হয়েছে মন -
দুঃখ, যন্ত্রণার ওপর আলোর আভরণ।


ক্ষান্ত ঝড়- সুরবর্ষায় ভেজা শহর,
প্রাপ্তিতে স্বপ্নের স্থান, হিমশীতল ঘর,
জেগে আছে জোনাকি, গুনছে প্রহর।


আলোতে সেজেছে পথের বাঁক-
শোনা যায় মুক্ত ছন্দের ডাক,
সুর মূর্ছনাতে দূঃখ দূরে যাক!


এসেছে ভাসাতে কাহারবা, ইমন-
সুরের বুননে, সূর্যোদয়ের অভিনন্দন!


===============================