মেঘশূন্য আকাশের শুকনো আবেগ,
     লাখো পতকা প্রতিবাদে উড়ায় মেঘ!
     কান পেতে শোনো দিগন্তের মেঘনাদ-
     দিন পলি- রাত মাটিতে গড়েছে খাদ।


      কর্তব্যবিমূঢ় রক্ত শিরা, ধমনীতে-
     শহরের রাস্তা কাঁপে, মাতাল সঙ্গীতে!
  শেষের ভক্তি, দোয়া, ভাসে নদীর জলে;
      দেখো- সৃষ্টির ভ্রূণ বস্তায় পঁচে, গলে।
     নালাগুলো উপচে পড়ছে- রক্তে লাল,
     মানুষ উল্টে দিলে - বিক্রি হবে খাল!


        
       সূর্যরশ্মি খোঁজে শরীর, নিথর মন;
      ধোঁকার মেঘে গ'লে শুরু হবে বর্ষণ।
        বাতাসে ভাসছে ধ্বংসের হুংকার-
       চোখের ভেতরে, নতুন স্বপ্ন সঞ্চার!
        
      ********************************