'অবনত' সে কি?
        বিশেষ্য না বিশেষণে ধন্য জাতি!
না কারো ঘরণী,
        স্ত্রী, পুত্রী, ছাত্রী,ভগ্নী, ধরণী
না শুধুই নারী!


কেন এই ঋণ,
     কঠোরতায় স্বাভাবিক যাত্রা নয় মসৃণ।
অগ্রকর্মী হলে, জীবন
           কালো হবে, না হলে রঙীন!


সমুদ্র তোলপাড় করে,
          বিষ মুখে, শরীর নিশ্চুপ ঝরে;
ক্ষয়িষ্ণুতায় পট জুড়ে,
           দেবী, ফরিস্তা হয়ে রোজ মরে।


আগুন ধিকিধিকি জ্বলে,
       ক্রমাগত প্রদোষ রাতে হয়েছে উন্মুখ-
প্রদাহ কালের ছোবলে,
        কলঙ্কিনী জোছনার ঠোঁটে শেষের সুখ।