মেঘেদের দিকে তাকিয়ে জল নয়,
                             তোমাকে চাই;
শুনতে সহজ হলেও, দেখা পর্যন্ত
                                 সহজ কই।


মেঘেদের মধ্যে দেখি, ঘন কালো
                     অক্ষরের অভিমান!
ধীরে, ধীরে অচেনা ঠেকাচ্ছে সব-
                        একাকীত্বের গান।

বুঝতে হয়ত হয়েছে দোষ, মেঘেদের
                             মনের আক্রোশ।
অভিমানী হয়েও ভাসছে, করছে আমাদের
                                মতো আপোষ!


এবার শ্বাসের বিশ্বাসকে নিয়ে চাইব,
                             ভালোবাসার ভিক্ষা!
প্রকৃতির কাছে অকপটে তোমাকে চাইব-
                                     করবো অপেক্ষা।
=================================