পাহাড়, আকাশের মিল-
             দেখা সহজ নয়,
যদি দেখা যায়;
         দেখো বিস্ময়াভিভূত নীল
কি করে হারায়
           অন্তহীন আবেগের ঠিকানায়!


আমার পাহাড় ধূসর ধুলি ভরা নয়,
আমার পাহাড় সাবলীল, সরল, সজীব ছন্দময়।
আমার পাহাড় ঘেঁষে, নদী সমুদ্রে যায়-
আমার পাহাড় দেখে ভোর লাল সূর্যোদয়!
আমার পাহাড় সাজে আষাঢ়, শ্রাবণ,বর্ষায়-
আমার পাহাড় নতুন জীবনের প্রত্যয় জাগায়!


সদূর প্রসারিত নীল, একাধারে বিলিয়ে বৃদ্ধি হওয়া
প্রেমে মেঘময়!
অনন্যা পাহাড় গাছ, বনের অনুরাগে সবুজ আশা, নেশায় প্রাণময়।
এইসবের সাথে গড়া- লাল রক্তের সমবায়, অফুরন্ত অনুকম্পার হৃদয়!
        
==================================