শরতের আকাশের বিষন্নতা, যা দেখছো
তুমি আছে আঁকা,
তা যে স্বাভাবিক এখন আমার জন্য।
রোজ আমার আকাশ যে
এমন রঙে থাকে ঢাকা!
পিঞ্জর খুলে আজ বললে - 'যেতে উড়ে;'


হয়তো পারিনি বোঝাতে-
এখনও যে তোমার বাঁধনে সাধ।
হয়তো পারিনি দেখাতে-
কপালের ভাজ চায় ছুঁতে তোমার কাঁধ।
হয়তো পারিনি বলতে-
তোমার গান "চিরসখা যেওনা ছেড়ে" এখনও বাতাসে।
হয়তো পারিনি গাইতে-
জীবনের গান,ছন্দে, সুরে আছো শুধু তুমি মিশে।
হয়তো পারিনি শোনাতে-
থেমে থাকা স্পন্দন, শুরু একটুকু কথার আবাগে।
হয়তো পারিনি ভালোবাসতে-
তাই পারো এমন বলতে, আমাকে চলে যেতে।


চলে যাবো, যাও চলে,
বললে- তোমার কথা শুনে?
ভুলে যাবো, দাও ভুলতে,
বললে- তোমার কথা শুনে?
না, যদি পার বুঝতে জেনো;
সে আর হবে না, এই জন্মে।
না, যদি পার শুনতে শোনো;
তুমি থাকবে সাথে, দূর দিগন্তে!
=========================