বেশ গেলে চলে- অতীতকে পথে ফেলে;
সূক্ষ্মাতিসূক্ষ্ম অনুভূতিগুলোকে দ'লে।  
আমিত্ব বিলীন করেছিলাম- আসলে
চেয়েছিলাম বাঁধি, সময়কে আঁচলে।


সময়ের তাগিদেই- সব ভুলে গেলে;
চুপচাপ, চলে গেলে কাউকে না বলে।
ব্যর্থ চেষ্টা- বাঁধতে পারিনি যে শিকলে!  
অস্থিসন্ধি, পাঁজর পড়ছে দেখো গ'লে!


শূন্যতা ও ভিড়ের চলছে - সহবাস,
বিরহ, যন্ত্রণার রাগ ছোঁয়া বাতাস!
ঘর ভর্তি, বাসি দিনের দীর্ঘনিশ্বাস-
আছে , 'একদিন দেখবো'- সেই বিশ্বাস !


পারি নি বাঁধতে- নিষ্ফলা এখন সব-
ধুলো শুষে - হয়েছি নিশ্চুপ, নিরব।
শিউলি,পলাশ- হেমন্তে হয় যে শব!
বুকে আছে বাকি- ভালোবাসার গৌরব!


'বাউল কে'- জানি কি গো, কেমন সে হবে?
অস্তরাগে আকাশ- তাকে চিনিয়ে দেবে।
দেখো 'বিচ্ছেদের ব্যথা'- নীল বুকে নেবে;
পাহাড়ের সাথে - আলোকে ভালোবাসবে।


=============================