পাটেশ্বরী সময় -অসময়ে
             বদলে দেয়, জীবনের পাঠ্যসূচী;
   অন্ধ হওয়া চোখে,
           ঠোঁট চিপে , প্রতিবাদহীন চলেছি।
      বেগের বিপরীত চলবে!
                      এমন কে আছে পন্নমতি ?
           প্রবঞ্চনাকে ভুলে বাঁচা-
                       সহজ নয়, তাই পরাশ্রয়ী !


তবুও ঘোলাটে নদী,
                 পার বাঁচায়, বাড়িয়ে পরিধি !
  ঝড়ে বিক্ষিপ্ত চুল-
                   জট ছাড়িয়ে, বাঁধে বিনুনি।
     অভিকর্ষের টানে মাটি
           ধসেও, আঁকড়ে রাখে বনানী !
            আগুনের তাপে পুড়ে,
                  শরীর নেয় প্রেমের অনুভূতি।


পূর্ণ হবে ঘট,
         সুখ, সংকট একইভাবে তৈরি।
   এক মুঠো আকাশে,
          উড়ছে রামধনু রঙের ঘুড়ি!
      শেষ বৃষ্টির অপেক্ষা-
                পিপাসাতুর মনের চাতক দৃষ্টি,
            লেখা মাটিতে, জলে ;
                  খোঁজে চির মুক্তির আবাহনী !
===============================