দৃষ্টি মেলে, অনেকটা রাত অন্ধকারে চলেছিল পথ- ঐ যে একটি স্বপ্ন ছিল,দূর দিগন্তের সাথে মিশে যাবে- তেপান্তর মাঠের শেষ প্রান্তে! নীলাভ আকাশ তখন বেরঙ্গি- পথকে আকর্ষিত করেছিল, নিজের মত রামধনুকের কালো রঙে!  আমন্ত্রণ করেছিল,অজানা যন্ত্রণার ছবি- কালো মেঘের প্রেক্ষাপটে আঁকতে! দূরে সাতরঙা এক প্রেমাতুর পাখি- রাতজেগে চেয়েছিল, পথের অভিসারের দিকে! নিজের মত সাজিয়ে নিয়েছিল পথ, দিগন্ত সন্ধানী দীর্ঘনিশ্বাসকে! ভোরের আলোর প্রথম ঝিল্লিতে, প্রেমের কোমল স্পর্শে; কালো দিগন্ত একটু, একটু করে,বসন্তের রঙিন চুম্বনে সাজে! রাতও ধীরে, ধীরে কপালে রূপলি চাঁদের টিপ নিয়ে, ঝর্নার মত খিল খিল করে হাসে! পথ নিয়ে আসে- এক আকাশ ভর্তি স্বপ্ন; ঐ দিগন্তের নতুন রূপের চোখে; মুহূর্তের থেকে চেয়ে! আবেগের নদী বানের জল উপচে পরে-চাওয়া, পাওয়ার সীমানার ওপারে! সেদিন থেকে, শেষ মিলন নেশায় নিজেকে হারায় পথ- সময়ের বাঁকে, বাঁকে। পথের দিগন্তপ্রেমের কাহিনী জমা আছে- শুধু আকাশের শুকতার আর ঐ রাতজাগা পাখির কাছে! =============