*******************
রূপা ঝরা রাত ভরে,রূপালি চাঁদের আলোর বিচ্ছুরণে- জোনাকির সাথে যেন রাতের বাসরঘরে, সমস্ত ইন্দ্রিয়কে সোহাগ ভরেছে !
চারপাশের নান্দনিক আন্দোলনের মিছিলে, যোগদান করে দেখি,
মনের ভাবনাগুলো ভাসমান- আবেগ রুক্ষতাতে,একাকী!


তারাদের মধ্যে মনের একাত্মতা, খুঁজতে চেয়েছি!
বন্ধ চোখে- মুহুুর্তের মধ্যে-তোমার আমার একই পৃথিবী।
একই ভালোবাসার আকাশের ভোর, উদিত সূর্যের বুকের উষ্মা সন্ধানী!
বৈশাখের দুপুরে, পথের তপ্ত ঠোঁটকে- গাছের ছায়াতে ঠাণ্ডা হতে দেখি!


পথে চোখ রেখে শেষ স্পর্শ চাইছি,
সাজিয়ে রেখেছি- ধুপ,জুই ফুল-আর সাঁঝ বাতি।
খসে যাওয়া তারা মাটিতে মিশে যাবে একদিন জানি!
কাজল ধোঁয়া চোখের অপেক্ষা- সেই অন্ধকার রাত্রি...
=========================


********************