=====================
আমি আর শুধুই,
আমার একার জন্য যথেষ্ট নই!
তোমার কিছু নিঃসংকোচে চাহিদা আছে, বেঁচে আছি তাই!


বুকের ব্যথার কারণ শুধুই,
নয় আমার আকাশ ভর্তি
শূন্যতাই-
পাশাপাশি আছে ,তোমার বুকের দীর্ঘশ্বাস আর নিঃসঙ্গ খাই!


ভিতরের শহরে বাকী শুধুই,
কিছু গভীর স্মৃতি; আর
অপেক্ষা- যদি তোমাকে ছুঁতে পাই!


পথের শেষে জ্বলে শেষ রাত্রির,  
স্বপ্ন রূপকথার পুড়ে যাওয়া ছাই!
জানি ভূমিষ্ঠ হবে, নতুন জীবন- চারপাশে আলোর রোশনাই।
========================