জন্মেছি জলে, মেঘ বৃষ্টি, কান্নার আস্তরণে- থাকে না কেন, সৃষ্টির কাহিনী জলের শরীরে!    
জল বরফ হয়ে, বাইরে রাস্তাকে ঢেকে- একলা অপেক্ষা করে!                                      
অথচ ফাঁকা ঘরে, চোখের জল ভিজিয়ে বন্যা- স্থাবর,অস্থাবরকে বিষাদে ভাসিয়ে নিয়ে চলে!


উদাস বাউলের একতারা- সব হারিয়ে উড়ে যাওয়ার ব্যর্থ তান তোলার- চেষ্টা করে !
ধীরে, ধীরে কাছে আসে, রক্ত জমাট করা ব্যথা- ঠোঁটের উষ্ণতা ছোঁয়ার ব্যর্থতা, ছড়িয়ে আছে দূরে, দূরে...


সাদা পৃথিবী জমে আছে,
বাইরে- মনের প্রদীপ জ্বালিয়ে- সন্ধ্যাবেলা না জানি, আবার কবে দুজনের দেখা হবে !
বাতাসে ওড়ে স্বপ্ন ছুঁয়ে, দুঃখ অভিমানী- শেষ বসন্তের ফুলের মালা গাঁথে!


'নাই বা হ'ল দেখা,
এই জীবনে;
বয়ে যাবে সাদা শুভ্রতাতে-
আলোর রেখার একটি প্রতিচ্ছবি,
যা আঁকা আছে বন্ধ চোখের প্রেক্ষাপটে !
=========================