রাত অ-সহায়, জলের বুকে মুখ লুকিয়ে কাঁদে-
প্রশ্ন করে- রাত জাগা পাখি, রাতকে ডেকে-
"ঘর ছাড়া আবেগ কেন, তোমার বুকে?"    


রাত নিথর হয়ে শুধু শোনে!                
তেপান্তরের মৃত ঝিনুকের খোসা যে,রাতকে
জড়িয়ে আছে- জ্যোৎস্না তাই কালো- আজ রাতের
জন্যে !


স্বয়ংক্রিয় বাতাস, রাতকে বিষ স্নান করিয়ে
দিয়েছে, অন্ধকারের লোভে, বিছানাতে সন্ন্যাসী
রাত প্রলেপ খোঁজে-স্বপ্নের এলোমেলো স্পর্শে।  


কোলাহলে চিরে, একটু হয়তো চাহিদা  
শান্তির,ধোঁয়াময় অনুভূতিতে-ঠোঁটের ক্লান্তি শেষ
হবে রাতের; বন্ধ চোখে-স্বপ্নাদিষ্ট ছবির ভোরের
চিত্রপটে...... ========================