ওগো ভেজা পাতা !
তুমি পেয়েছো বুঝি, তার স্পর্শসুধা ভরা চৈত্রে?
তাই তো গলে পড়ে যাচ্ছ, সোহাগে, আদরে...
কিছু শুকনো নিষ্পাপ কবিতা কি আছে?
ঐ মিষ্টি মধুর জলের আড়ালে,
যা তোমাকে ছুঁয়ে, বসন্তের প্রেমেরধারার মত
পড়ছে।


ওগো ভেজা পাতা!
আরও কি আছে তোমার বুকের কোন জুড়ে?
আছে কি এক আকাশ ইচ্ছের নদী,ওখানে
যে ঋতু পরিবর্তনের প্রকৃতিকে, নিজের করে জড়াবে?
যদি থাকে, কিছু না বলা অনুভূতির পাহাড়-তা চিরে
জানি যেকোন মুহুুর্তে, ভাবনার সুনামিতে,সাগর আবার মন্থন হবে।


নাও তবে-আমাকে তোমার খোলা বুকে!
নাও তবে-আমাকে তোমার রাতের ক্লান্তিতে!
নাও তবে-আমাকে অস্ফুট না বলা কথার ভাঁজে!
নাও তবে-আমাকে সর্বস্বান্ত হয়ে, ভালোবাসতে!
ওগো ভেজাপাতা! কবিতা আমি, তোমার প্রেমে!