কথা না বলে, ব'ল হাজার হাড়, পাঁজর পুড়িয়ে ছাই করা- স্তুপীকৃত কথা।


কলম যেন ধারালো ছুরি-
আঁচড়ে রক্ত বের করে লেখা কবিতা।


ছিঁড়ে গেছে- ঘষতে গিয়ে, হাত আর খাতার পাতা, বেহুঁশ শব্দ বিন্যাসের পেলবতা।


বধির রাত্রি আমার প্রেরণা- কই একবার তো,অহংকারের গলি ছেড়ে বেরিয়ে দেখলে না..


জোনাকি কি করে, আলো হারিয়ে, নিঃস্ব হয়ে পড়ে আছে, অথচ কাঁদছে না!


শব্দ ছুড়ে খেলার নদী বয়ে যাচ্ছে-একা! মাঝি হয়ে,হাল ধরতে বুঝি ইচ্ছে হয় না!


বসন্ত আকাশ- তাপ,চাপে উবে গেছে;দীর্ঘ আলোর জেল্লা-আমার চোখে
আঁধার নেমেছে।


এবারেও কি বলবে- আমি দূরে চলে গেছি!হয়তো বোঝানো গেল না, তোমাকে কত ভালোবাসি-নিজের মধ্যে একা...আমি আর এক তুমি
*************************************