জলবিম্ব ছিলাম,প্রেমের সন্ধান পাওয়া অবধি,
কেন কি জানি- হতে চেয়েছিলাম জলনিধি!
আকাশের স্বপ্ন নীলের সাথে রতি করেছি -
তাই সজোরে মাটিতে পড়ে, ধূলোতে মিশেছি।


সময় সীমার, বেড়া চারপাশে- মুখে হাসি,
উড়ে যাওয়ার ইচ্ছেকে, শিকলে বেঁধে ধরাশায়ী।
ঝড়ে উড়ে না ঘুরে- দুঃখে নিরুপায়; জ্বলেছি- যন্ত্রণার স্বাদে,  রাতের পর রাত বিছানায় কেঁদেছি !


জণারণ্যে শ্বাস নিতে চেয়েছি- একাকীত্ব সঙ্গী,
জীর্ণ, জরা সমস্ত আড়ষ্টতাতে সাবলীল ভঙ্গি।
অমৃতে অরুচি-মন্থনের গরলে,প্রেম ভূলেছি!
নিরুদ্দেশের পথে, পাথর হয়ে চেয়ে আছি-


পথের বুকে চাপা কান্না -বন্যার জলে ভেসেছি-
    অজানা দিকদর্শনে, চলেছি-
অটল, অচল পথিকের প্রেম কাহিনী-
হারিয়ে, নিরুদ্দেশের পথের বিরহ রাগিণী।


===============================