পদক পড়ে আছে পায়ের পাশে নির্জীব,
ফলকে উঠেছে নাম, যা ছিল সজীব!
দৃশ্যপটের পরিবর্তনে চারপাশ হয়েছে ম্লান,
ধূলোতে মিশানো হুংকার, আত্মঘাতী বর্তমান!


অসীম শক্তির পদাশ্রয়ে ছিল আকাশ,
বিষ ঢেলে , জড়িয়ে ছিল নাগপাশ!
অন্ধকারের কৃত্রিম আলোতে ছিল মিল-
শোণিত ধারায় লেখাছিল শ্রেষ্ঠত্বের দলিল!


খাঁচার পাখি কতবার আর্তনাদ করে,
প্রবঞ্চনা, মরিচীকা বলে, প্রখর তেজকে!
বধির আকাশ- নির্বোধ, প্রলোভনে মরে ;
সৃষ্টিকর্তার সম্মান লোভ, আঘাতে ভরে।


ভুলে যায়, পথ চলে একাই-
সবকিছু ভবিষ্যতে পাবে ভাগাড়ে ঠাঁই।
প্রভুত্বের নেশার ঘোরে জীবন ছাই,
দিগন্তের প্রকাশ, আলোর দ্যুতিতে পাই!