প্রতি রাতে, কিছু নিষ্পাপ দেবশিশু নেমে আসে,
      ঠিক আমার খোলা জানালার পাশে!
দিনের মলিনতা মুছে-অকপটে অসীম দীপ্ততায় হাসে,                
            হঠাৎ ক্লান্ত শরীর আনন্দে নাচে।


দিনের সমস্ত বিষন্নতা, বিপন্নতা, হিংসা, দ্বেষ, গ্লানি
   মুছে যায়, খেলার অদ্বৈত মাদকতাতে।
মাটি, আকাশ, বাতাস, মেঘ, ঘুমন্ত গাছ, সঙ্গী-
      আষাঢ়ের মেঘের চোখে চমক লাগে!


শহরের নির্জন, বিধস্ত, জল রাস্তাও, খেলার ছলে
  দুঃখ ভুলে; অমায়িক, দম্ভহীন খেলাতে।
ক্ষণিক স্বস্তির নিঃশ্বাস, রাত্রি জাগে ঘুম হারিয়ে-
         সমস্ত জীবনের পুঁজি বাজি রাখে!


কিন্তু তারপর - এক আকাশ ভর্তি পাখির কলরব,
   দুঃসাহসী স্বপ্নের অবসানে আসে,ভোর-
দেবশিশুর রাতের খেলা ; মনের গভীরে থাকে নিরব-
     পড়ে আছে শিউলি, আনন্দে বিভোর!
=====================================