দেখা হলে খসে যাবে আভরণ, তাই যত বিপদ
থাকতে চেয়েছিলাম দূরে, একটু নিরাপদ।
মুচকি হাসি নিয়ে ভাবের বিন্যাস করে সূর্য-
শরীর সময়ের জোয়ারে ভাসে; মন শিথিল হয়-
পড়ে থাকে মাটিতে, সমস্ত আদর্শ, ধৈর্য, বীর্য।


কি অদ্ভুত প্রবল টান,
কি জানি- কি করে ধুলো মাখা বাঁশি ধরে গান।
নিঃশব্দে চলে স্রোতের অনুকূলে,
সাঁঝবাতি জ্বলে- তারারা আকাশে
চেয়ে থাকে অপলকে, তোমার দিকে ম্রিয়মান।


নিষ্কাম প্রেমের গভীরে, যদি পাই স্থান-
ব্যাকুলতায় আত্মপ্রকাশ; এক আকাশ জুড়ে
দেখা যাবে বিচ্ছেদের অভিমান !
নদীর চরে আরও খানিকটা বালু জমেছে-
শেষ নেশায় তোমাকে দেখার সাধে মন ভিজেছে।
=========================