দিন অবসাদের আস্বাদে আসে,
      খোসলা গায়ে অমানিশা রাত-
      শ্রাবণের ডাগর চোখে বৃষ্টিপাত
      খোলস বদলে, স্বপ্নকে ফাঁসে।


      দুশ্ছেদ্য ছায়াঘন পাহাড়তলি বিধ্বস্ত,
      ঘুমহারা পাখি নীড়হারা পাষাণ,
       জাগে অষ্টাদশী কামুক টান
       পাশব শক্তিতে, স্বপ্নরাজ্য পরাস্ত!


       কিছু পরে শেষ সব;
       পরিত্যক্ত স্বপ্নের পাণ্ডুর রূপ
       রাত শেষ, চারপাশ নিশ্চুপ-
       ক্ষীণ গুঞ্জন, সময়ের কলরব।


       শেষ হোমের আগুন জ্বলে
        ধূলি চাপা একমুঠো আশা,
        দীর্ঘশ্বাস জড়িয়ে ধরে ভাষা-
       অনর্থক স্বপ্নভঙ্গ, বাস্তবের সকালে।
==================================