সোনার খাঁচা, আহাঃ সর্বনাশা-
দূরে আলো, কেরামতির নেশা।


সেই-যে গেল চলে, না শুনে সব মানা,
সত্তা জুড়ে, এখন শুধুই বন্ধ চোখে স্বপ্ন বুনা।


কান্নাহাসির বাঁধনে, আকাশ ভর্তি তারা,
না না রঙ মিশিয়ে , মনের ভিতরে ধরা।


মনে আজও আছে, তার গানের ভাষা
শিখাবে পাখি, এই তো একটু আশা।


উড়ে গেল, পড়ে থাকলো সুপ্ত সব চাওয়া,
স্বপ্ন ঘোরে, ঝোড়ো নদীতে উপচে পড়ে হাওয়া!


সেই যে রঙ, যা দিয়ে পূর্ণ জীবন সর্বহারা,
বুঝবে সে, শূন্য খাঁচা মনের চোখে দেখেছে যারা।
======≠===========================