তাকিয়ে, তাকিয়ে চাতক হয়ে মনের অলিতেগলিতে, একটি ভেজা রাস্তা আর নদীর, অপেক্ষা আজও করছে মন,
সহজে সহ্যের বাইরে, অসহ্য ইচ্ছের শেষ রেখা টানা অসম্ভব; ভেজা চোখের আভরণ-
যদিও শুকনো রাস্তার ছড়াছড়ি এখন।


তাকিয়ে দেখো চারদিক, পৃথিবীটা বদলে ক্ষমতার লড়াইয়ের কুরুক্ষেত্র-
আমিত্ব, প্রভুত্ব, পশুত্ব চেনা, বাকি
নিটোল প্রেম, অস্ফুট আবেগে গড়েছে আয়তক্ষেত্র !
চোখের দোষ- লুকিয়ে রেখেছে কষ্ট, ভয়, হুংকার;
আর প্রত্যেকের জন্য গড়ছে কলঙ্কের অলংকার।


সব দেখে, শুনে, বুঝে, শেষ দেখে নাওয়ার ইচ্ছে জেগেছে প্রতিনিয়ত প্রবল,
ছাইয়ের রঙ সব শবের এক, ধূসরতায় অবিকল।
তৃষ্ণার আগুনে জ্বলে, সভ্য সমাজের সমস্ত ধকল!
পুড়ে গিয়ে সব ভ্রান্তি, বিক্রি হচ্ছে এখানে সেখানে !
অপেক্ষা সমস্ত বাঁধ ভেঙ্গে, খসে পড়বে শিকল।
==================================