পটে পূজিত ধন ,যৌবনের খনি
অনন্য রূপসী , লালিমায় দীপ্ত মোহিনী -
ধন অধিষ্ঠাতা, সৌম্যকান্তি, সুরুচি গৃহিণী।


        সব ভুল ভ্রান্তি, ক্লান্তির উপরে,
       সব পাপের ধরা ছোঁয়ার বাইরে।
    সব শুদ্ধ, পবিত্রতা, সুচিন্তিতায় মুড়ে-


      শরীর ছাই হল পুড়ে, সেদিন দশমী-
  একমুখো রাবণ নিলো হাতে অধিকারের রশি
অসত্যের হল জিত, চারদিকে নির্লজ্জ,আসামী।


     অনীতি, অত্যাচারে, গর্ব হল বিজয়ী-
   করলে দয়া পাপীকে- দানশীলা,দয়াময়ী।
     বুঝি ঠিক এমনভাবে হয়েছিলে নারী!


            বন্ধ চোখে তৈরি ভালো বাসা-
       দুঃখ ,যন্ত্রণায় গৃহপালিত পশুর দশা-
      বাস্তবের হোমানলে, চলছে খেলা পাশা!
==================================