কেউ তো বাঁধেনি বাহুডোরে, কিন্তু বাঁধনের শখ ছিল।
কেউ সাজায়নি স্বপ্ন আমাকে ঘিরে, কিন্তু স্বপ্ন রূপকথার চরিত্র হওয়ার শখ ছিল।
কেউ দুঃখ কাটাকুটি করে  মনে করে না,
কিন্তু আমার কারো দুঃখ হওয়ার শখ ছিল।
কেউ আলতো চোখে আমাকে স্পর্শ করতে চায় না,
কিন্তু আমার পাখির পালকের পেলব সুখ বিশারদ হওয়ার শখ ছিল।
কেউ ধ্রুপদী ছন্দে আমাকে সুর মূর্ছনা ভাবে না,
কিন্তু  আমার খেয়াল, রাগ, ধামার হওয়ার শখ ছিল।
কেউ তপ্ত দুপুরে, পেটের জ্বালা মেটাতে আমাকে দুদন্ড চিন্তা করে না,
কিন্তু  আমার তরু ছায়া, শ্যামল শস্য হওয়ার শখ ছিল।


শখ ছিল যে আমি কারু ইচ্ছে,
জ্ঞান, প্রাপ্তি, সন্তুষ্টি, সমৃদ্ধি, পরম সাধ্যের সাধন হই-
একটু, একটু নিজেকে উজার করে দিই-
একটু একটু বিলীন হয়ে, আকাশে, বাতাসে মিশে যাই!


শখ ছিল-
   শখ নিয়ে রোজ একটু করে স্বপ্ন সাজাই।
  শখকে মনের আবেগের আলতো গোলাপি ছোঁয়াতে বাস্তবের কাঁটার মধ্যে,
ভালোবাসার রঙে জীবনকে বেঁচে
থাকার জন্য রোজ সাজাই !


=============================