কত কথা এখন মনে পড়ে,
              বাঁধ যেদিন ভেঙ্গে গেল ঝড়ে।
চোখের পাতা রূপালি জোছনা ধরে,
      ঠোঁট সোনালি রোদ্দুতে সোহাগ ভরে!


পাহাড় ঘেঁষে দেখি ভোরের সূর্যোদয়,
            লাল টিপে সুন্দর দিগন্ত আলোময়;
আছে শিউলি, শিশির, ভালোবাসা রাস্তাময়-
          আবার বুকে আশা, রঙিন স্মৃতিময়!


অন্ধকার চিত্রকল্পের এখনো আছে রেশ,
              বাকি আছে মনে নিবিড় আবেশ;
সুখকর স্মৃতি ভোলায় দুঃখ ক্লেশ-
                বুকের স্পর্শে দেখছি আমার শেষ!
=====================================